জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে আগামী ৬-৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে।
বৃহস্পতিবার ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ সেহেলী সাবররীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশ সফরের সময় বেলজিয়ামের রানী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।
এছাড়াও তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল ও বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্পগুলোও পরিদর্শন করতে পারেন।
আরও পড়ুন: আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
কলম্বোয় শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত