স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ আদেশ দেয়া হয়েছে।
এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গঠিত উপদেষ্টা কমিটির নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিলের জন্য কমিটির চেয়ারম্যানের প্রতি আদেশ দেয়া হয়েছে।
পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি মো. ওবায়দুল হাসানের একক ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।
রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
আদেশের পর মনজিল মোরসেদ জানান, করোনা প্রতিরোধে গঠিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। তাকে এক সপ্তাহের মধ্যে কমিটির নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে হবে।
এর আগে গত ১১ মে হাইকোর্টের ভার্চুয়াল আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ এ রিট আবেদন দায়ের করেন।