মঙ্গলবার ভার্চুয়ালি হাজিরের পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পুনর্নিয়োগের বিষয়ে জারি করা রুলটি শুনানির জন্য ২২ এপ্রিল দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন: ড. ইউনূসের ৫ মামলা স্থগিতের আদেশ বহাল
ইউনূসের বিশ্বব্যাপী প্রচারাভিযানে প্রায় দশ লাখ স্বাক্ষর
আদালতে গ্রামীণ টেলিকমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী ও উজ্জল হোসেন।
আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মীরা চাকরিতে বহাল আছেন এবং সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন।
আবেদনে আরও বলা হয়, সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে যদি কিছু হয়ে থাকে তবে সেজন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।
আরও পড়ুন: ফাদার টিমের মৃত্যুতে ইউনূসের শোক
এরপর আদালত তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে শুনানির জন্য ২২ এপ্রিল দিন রেখেছেন।
প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ বাস্তবায়ন না করায় গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামানের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি তাদের তলব করা হয়।
আরও পড়ুন: ঘুম থেকে উঠে এরকম একটা মহা দুঃসংবাদ পাবো চিন্তাই করিনি: ইউনূস