বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আবুল কালাম আজাদ বলেছেন, ব্যাংকগুলোতে এক লাখ ৬৯ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ভিত্তিহীন।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত ও তারল্য নিয়ে প্রচারিত ভুল তথ্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্রমূলক খবর প্রচার করা হচ্ছে। বিনিয়োগকারীদের তাদের ব্যাংক আমানত তুলে নিতে বলা হচ্ছে। এটা বলা হচ্ছে যে ব্যাংকগুলোতে নগদ নেই বা তারল্য সংকট রয়েছে।’
আরও পড়ুন: তারল্য সংকট রোধে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাল এফবিসিসিআই
‘কিন্তু এটা সত্য না। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা খুবই ভালো।
সংবাদ সম্মেলনে আজাদ বলেন, ব্যাংকিং ব্যবস্থায় বর্তমানে এক লাখ ৬৯ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য থাকায় কোনও তারল্য সংকট নেই।
তারল্য পরিস্থিতি নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কোনও ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটলে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সমাধানের পদক্ষেপ নেবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৫১ বছরের ইতিহাসে কোনও ব্যাংক বন্ধ হয়নি।
আজাদ আশ্বাস দিয়ে বলেন, ‘ব্যাংকে মানুষের আমানত সম্পূর্ণ নিরাপদ। ব্যাংকগুলোতে মানুষের কষ্টার্জিত সঞ্চয় নিয়ে আতঙ্ক সৃষ্টি করার মতো কিছুই ঘটেনি।’
আরও পড়ুন: ব্যাংকিং খাতে তারল্য সংকট নেই: প্রধানমন্ত্রী
মানি চেঞ্জাররা নগদ ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারবে না: বিবি