পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রবিবার (২৭ আগস্ট) বলেছেন, উন্নয়নশীল অর্থনীতির ব্রিকস ব্লকে বাংলাদেশ অন্তর্ভুক্ত না হওয়ায় আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ আগে থেকেই ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) অংশ।
এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক ও আঞ্চলিক অনেক বিষয় রয়েছে এবং ভারসাম্য রক্ষার বিষয় রয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, যদি তারা গত ১৫ বছরে ব্রিকসের বাস্তব ফলাফলের দিকে তাকান, শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য অর্জন হলো এনডিবি।
তিনি বলেন, ‘যেহেতু আমরা এনডিবির একটি অংশ রয়েছি, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই।’
মাসুদ বিন মোমেন বলেন, এটি প্রথম পর্যায় এবং পরবর্তী পর্বে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদী। ‘সুতরাং আমাদের আরও সময় আছে।’
তিনি বলেন, ভৌগোলিক ভারসাম্য রক্ষার চেষ্টা ছিল এবং আমরা ছাড়াও আরও আগ্রহী দেশ ছিল। কিন্তু তারাও (ব্রিকস) সদস্যপদ পায়নি। ‘এটি একটি চলমান প্রক্রিয়া।’
ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া ছিল সদ্য সমাপ্ত সম্মেলনে ব্রিকসে যোগদানের জন্য আমন্ত্রিত ছয়টি দেশ।
এই দেশগুলো ১১-জাতির ব্লক তৈরি করতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ব্রিকসে যোগ দিতে প্রস্তুত।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জোহানেসবার্গে আয়োজিত শীর্ষ সম্মেলনে দুই দিনের আলোচনার পর এই ঘোষণা দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিকস একটি ঐকমত্য-ভিত্তিক সংস্থা, যার সিদ্ধান্তে সকল সদস্যদের একমত হওয়া প্রয়োজন।
২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে এই ব্লকটি গঠিত হয়েছিল এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেয়।
এপি’র তথ্য অনুসারে, ব্রিকস বর্তমানে বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ এবং বিশ্বের জিডিপির এক চতুর্থাংশেরও বেশি প্রতিনিধিত্ব করে। যা আরও বৃদ্ধি পেতে চলেছে।
গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে ছড়িয়ে দেওয়া ব্রিকসের একটি লক্ষ্য।
সাম্প্রতিক শীর্ষ সম্মেলনে প্রতিনিধিত্বকারী পাঁচটি বর্তমান সদস্য এবং কয়েক ডজন উন্নয়নশীল দেশ বারবার একটি ন্যায্য বিশ্বব্যবস্থা এবং জাতিসংঘ, আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: ব্রিকসকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার দায়িত্ব নিতে হবে: জোহানেসবার্গে প্রধানমন্ত্রী
গ্লোবাল সাউথে পরিবর্তনের প্রতিনিধি হতে হবে মেয়েদের: ব্রিকস মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী