ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে।
বেক্সিমকোর ক্রয়াদেশের বিপরীতে শনিবার বিকাল ৫ টা ৪০ মিনিটে এ টিকার চালান পৌঁছায় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বাণিজ্যিক চুক্তির আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে ৮০ লাখ করোনার টিকা পেয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বের উপহার স্বরূপ ৩৩ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে ভারত সরকার।
সেরাম ইন্সটিটিউট থেকে তিন কোটি টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। চুক্তি অনুসারে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে সরবরাহ করার কথা প্রতিষ্ঠানটির। কিন্তু ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসে টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছিল সেরাম।
পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে অক্টোবর থেকে টিকা আবার রপ্তানি করার কথা জানায় ভারত সরকার।
আরও পড়ুন: আগামী মার্চের মধ্যে ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
যুক্তরাষ্ট্র থেকে এলো ফাইজারের আরও ২৫ লাখ টিকা