নোয়াখালীর ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার চট্টগ্রামের মীরসরাই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হালিমা খাতুন (২৭), মিজান (৮ মাস), ফাতেমা (১৩), মোস্তাকিমা (২০), সানজিদা (২১), আবু বক্কর (২৫), ইসমত আরা (৩), শওকত আরা (৫), সালামত খান (২১), শওকত উল্যাহ (২২), ইমান শরীফ (৬ মাস), হাসান শরীফ (৬), দজুমা খাতুন (১৮), শাহীনা (১৯), আব্রাহাম খান জয় (১) ও আরিফ উল্যাহ (২১)। বাকি দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
মীরসরাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিব বলেন, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের সুপার ডাইক এলাকা থেকে ১৬ জন নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গাকে আটক করে জোরারগঞ্জ থানায় পাঠানো হয়েছে। পরবর্তীতে আরও দুজন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুল বাতেন বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে ১৮ রোহিঙ্গা পালিয়ে যাওয়ার সময় মীরসরাই ইকোনমিক জোনের সুপার ডাইক এলাকা থেকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তীত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।