ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় ২৪ জনের নামে ভোলা থানায় মামলা হয়েছে।
শুক্রবার সকালে পুলিশ ১২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেন্দীগঞ্জের শ্রীপুর ইউনিয়নের রুবেল কাজীর গ্রুপ ভোলার সীমানায় এসে ঘর তুলতেছিলেন। এ সময় ভোলার চর চটকিমারা এলাকার বাসিন্দারা তাদের বাঁধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে চর চটকিমারা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ওই গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষের ঘটনায় সাত পুলিশসহ উভয় গ্রুপের ২০জন আহত হয়েছে।
আরও পড়ুন: বরিশালে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
আহতদের মধ্যে পুলিশ সদস্যরা হলেন- ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইনজামুল হোসেন (২৯), চর চটকিমারা পুলিশ ক্যাম্পের সদস্য আরিফ (২৫), আলিম (২৪), সাগর (২৪), পিয়াল রোগা (২৪), শ্রী সুজয় (২৪), শফিউর (২৫)। আহতদের মধ্যে চার পুলিশ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকী তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এছাড়া অন্য আহতদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে শ্রীপুরের রুবেল কাজি প্রায়ই ভোলার চর চটকিমারা সীমানায় প্রবেশ করে মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট করে আসছে। রুবেল কাজির হামলা ও লুটপাটের ঘটনায় চরের বাসিন্দারা অতিষ্ট হয়ে চরে পুলিশ ক্যাম্পে স্থাপনের দাবির প্রেক্ষিতে চলতি বছরে ওই চরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। এরপরও রুবেল কাজির হামলা ও দখলের ভয়ে আতঙ্কে থাকেন চরের বাসিন্দারা। তবে এ ব্যাপারে রুবেল কাজীর বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ভোলা-বরিশাল সীমানায় দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে ২৪ জনের নামে ভোলা থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে দু'পক্ষের সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত, আহত শতাধিক