বুধবার তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদও মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি।
জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার (রংপুর-১) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রাঙ্গা তার প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়টি সত্য কি না।
‘বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। এ সরকার ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাতকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সব সময় সতর্ক রয়েছে...বাংলাদেশ এক স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ দেশ,’ বলেন শেখ হাসিনা।
বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের (চাঁপাইনবাবগঞ্জ-৩) এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা প্রটোকলের মাঝে চলাচল করলেও তিনি সবকিছুর ওপর নজর রাখেন।
হারুনুর রশীদ তার প্রশ্নে তরুণ প্রজন্ম কী চায় এবং কী ভাবছে তা প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে জানতে নিরাপত্তা প্রটোকল ছাড়াই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, প্রটোকল নিয়ে চলি...কিন্তু শহর এবং দেশের অবস্থা জানি না তা ঠিক নয়। (দেশে) সব দিকে নজর রাখার চেষ্টা করি।’
‘তিনি (হারুন) আমাকে বললেন যাতে সবকিছুতে লক্ষ্য রাখি। কিন্তু যখন আবার বেশি কাজ করি তখন প্রশ্ন তোলা হয় যে প্রধানমন্ত্রীকেই কেন সব কাজ করতে হবে,’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু তিনি দেশের দায়িত্ব নিয়েছেন তাই সব দিকে নজর দেয়া তার কর্তব্য।
তরুণ প্রজন্ম সম্পর্কে তিনি বলেন, তরুণরা যাতে মাদক, সহিংসতা ও জঙ্গিবাদ ছেড়ে সুস্থ জীবনে ফিরতে পারে যে জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।