কঠোর লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়তে ফের নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১ জুলাই দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের আগে এই একই নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৬৬, শনাক্ত ৯,৬৩২
প্রজ্ঞাপনে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো হলো, মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক, প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পর্যাপ্ত সাবান, পানি ও স্যানিটাইজার রাখতে হবে, মুসল্লিদের নিজ নিজ বাসা থেকে ওযু করে এবং সু্ন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে। মসজিদের মেঝেতে কার্পেট বিছানো যাবেনা। মুসল্লিদের তাদের ব্যক্তিগত জায়নামাজ নিয়ে মসজিদে যেতে হবে।
এছাড়াও প্রজ্ঞাপনে বৃদ্ধ, শিশুদের পাশাপাশি অসুস্থদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা এই নির্দেশাবলী লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।
ঈদুল আজহা উপলক্ষ্যে এক সপ্তাহের জন্য লকডাউন শিথিলের পর সরকার দেশব্যাপী শুক্রবার, ২৩ জুলাই থেকে আবারও ১৪ দিনের কঠোর লকডাউন দিয়েছে ।