রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শ্রী পার্থর দাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তেলিপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পার্থর দাস তাহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাল ব্যবসায়ী শ্রী কালিপদ দাসের ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী গ্রেপ্তার
স্থানীয়রা জানান, পার্থর তার ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) ও উনার মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই মন্তব্যের প্রতিবাদে একাধিক ব্যক্তি পাল্টা মন্তব্য করায় ফেসবুকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই পরিপ্রেক্ষিতে একাধিক ব্যক্তি তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রে মৌখিক অভিযোগ করলে তাকে আটক করে তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়। এদিকে জনতা ও ছাত্ররা তদন্তকেন্দ্র ঘেরাও করে এবং তার শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পার্থর দাসকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশ ভ্যান ভাঙচুর করে।
এ তথ্য নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ও ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: পিরোজপুরে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি: ২ যুবককে আটক