মাগুরা, ১৬ অক্টোবর (ইউএনবি)- মাগুরা জেলার শ্রীপুরে অগ্নিকাণ্ডে সখিনা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার(১৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সখিনা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চাপাদাহ গ্রামের কাফি প্রামানিকের স্ত্রী।
আরও পড়ুন: ঝিনাইদহে গোডাউনসহ ২ দোকান আগুনে পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি
মৃতের জামাই সেলিম শেখ জানান, আমার শাশুড়ি আড়াই বছর ধরে আমার বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হওয়ার জন্য গ্যাস লাইনের আগুন জ্বালালে অসাবধানতাবশত আগুন মশারিতে ধরে যায়। এবং আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রচেষ্টা আগুন নেভানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হলে সকালে তার মৃত্যু হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পরিমল কুমার ভৌমিক বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনার সংবাদ আমাদেরকে জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু বিষয়টি আমাদের অজানা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা রিশ্চিত করেছেন।
আরও পড়ুন: উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে