মাদক মামলায় খুলনার একটি আদালত দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-যশোর জেলার বাগ আচড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে সুজন কবীর (২৭) ও একই এলাকার মো. আনসার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২১ মে রাতে খানজাহান আলী থানার সিটি টোল প্লাজার সামনে দিয়ে দ্রুতগতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করছিল। পরে পুলিশের বাধার মুখে গাড়িটি থামানো হয়। তাদের আচরণ সন্দেহজনক হলে গাড়ি তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষভাবে তৈরি করা বাক্স থেকে দুইশ’ ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওই দিন রাতে টিএসআই মো. খায়রুজ্জামান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। একই বছরের ১৭ আগস্ট উপপরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি দাস ওই দুই জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে সাতজন সাক্ষ্য দিয়েছেন।
আরও পড়ুন: নড়াইলে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন