মাদারীপুর সদর উপজেলার এওজ গ্রামে যৌতুক দিতে না পাড়ায় শশুর বাড়ির লোকেরা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে গলায় ওড়না পেচানো অবস্থায় পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
নিহদত লিয়া (২০) সদর উপজেলার এওজ গ্রামের কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের স্ত্রী।
আরও পড়ুন: ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
স্থানীয়রা জানান, সদর উপজেলার এওজ গ্রামের কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সঙ্গে দুই বছর আগে লিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শশুর বাড়ির লোকেরা চাপ দিয়ে আসছিলো। এছাড়া যৌতুকের টাকার জন্য স্বামী মাসুদ ও অন্যান্যরা লিয়াকে নির্যাতন করে। এক পর্যায় লিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় তারা লিয়ার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ঘরের জানালা দিয়ে পালিয়ে যায়।
বাড়ির অন্যান্য লোকেরা জানালার ফাঁক দিয়ে লাশ ঝুলতে দেখে পুলিশ খবর দেয়। বিকালে পুলিশ ঘটনাস্হল থেকে লিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
লিয়ার পিতা সোবাহান কবিরাজ বলেন, যৌতুক দিতে না পাড়ায় আমার মেয়েকে বেদম প্রহার করে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।
এছাড়া লিয়ার সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
আরও পড়ুন: নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক