পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, মানবাধিকার ইস্যুকে ‘সস্তা রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে উপস্থাপন দেশের জন্য বৃহত্তর মঙ্গল বয়ে আনবে না। এই ধরনের প্রবণতা ভবিষ্যতে দেশকে সঠিকভাবে লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত করতে পারে।
প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক দল, বিদেশি এনজিওকে কিছু স্থানীয়দের আপাত সমর্থনে দোষারোপ করেন। যারা মানবাধিকারের সমস্যাগুলোকে ভুলভাবে উপস্থাপনের জন্য এটিকে একটি সস্তা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিচ্ছে।
মানবাধিকার বিষয়ক আলোচনায় বক্তব্যে আলম বলেন, ‘সরকারের ভালো উদ্দেশ্য আছে। অস্বীকার নেই, একেবারেই নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা ধীরে ধীরে উন্নতি করছি কি না।
আরও পড়ুন: তিস্তা সমস্যা সমাধানে বাংলাদেশকে আবারও আশ্বাস দিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বনানীতে ঢাকা গ্যালারিতে এ আলোচনা সভার আয়োজন করে সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড-বাংলাদেশ।
এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ডা. মিজানুর রহমান, মানবাধিকার কর্মী খুশি কবির, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, অধ্যাপক আমেনা মহসিন ও অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, অপরাধ বিরোধী এলিট ফোর্স র্যাব একটি সফল প্রতিষ্ঠান, যা জনগণের আস্থা অর্জন করেছে এবং এই বাহিনীকে নষ্ট করার উদ্দেশ্যে কোনও পদক্ষেপ সরকার নিতে পারে না।
দেশে যখন দেখা যাচ্ছে সন্তান বাবা-মাকে হত্যা করতে প্রস্তুত, তখন বাংলাদেশ কীভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সফলভাবে এই পর্যায়ে এসেছে তার বর্ণনাও দেন আলম। সেসব অর্জনকে খাটো করার কোনও সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তথ্যের ভিত্তিতে প্রমাণ থাকার জন্য মানবাধিকার রক্ষকদের নিজেদের লোকদের পরিচ্ছন্ন করার দায়িত্ব নেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
তিনি সুশীল সমাজকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন এবং উল্লেখ করেন যে সরকার সেই দিকে নিযুক্ত রয়েছে।
আলম বলেন, মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য অধিকার বিষয়ে মানুষকে সচেতন করতে সরকার, এনজিও, সাংবাদিক-সবাইকে ভূমিকা রাখতে হবে।
একটি দায়িত্বশীল মানবাধিকার সংস্থার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলব বাংলাদেশ সম্ভবত বিশ্বের সবচেয়ে স্মার্ট ৫০ বছর বয়সী দেশগুলোর মধ্যে একটি।’
আরও পড়ুন: খাদ্য ও কৃষি নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবাধিকার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী