এসকোয়্যার গ্রুপের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোফাজ্জল হোসেনের ছেলে ও এসকোয়্যার গ্রুপের নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হাবিব এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: মারা গেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ
সোমবার বাদ জোহর ঢাকার ধানমন্ডি-৭ বায়তুল আমান জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা এশার নামাজের পর মানিকগঞ্জের দেওবাগের মৃধাবাড়ী জামিয়া রাহমানিয়া আরাবিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তিনি ১৯৪৬ সালের ২৮ জুন দেউবোগে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী পেয়ারা হোসেন, তিন ছেলে এহসানুল হাবিব, আরিফুর রহমান ও মুদ্দাসার হোসেন এবং মেয়ে দিলরুবা মরিয়ম হোসেনকে রেখে গেছেন।
১৯৮৯ সালে এসকোয়্যার গ্রুপ ইলেকট্রনিক্স পণ্য শিল্পে একটি বেসরকারি পারিবারিক ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে।
১৯৯৩ সালে পোশাকের প্রসার ঘটিয়ে এসকোয়্যার অ্যাপারেল বিভাগ গত ২৭ বছরে অসামান্য পেশাদারিত্ব, সর্বোচ্চ নৈতিক মান এবং শক্তিশালী ব্যবস্থাপনা দক্ষতার সঙ্গে এসকোয়্যারকে এসপ্রিট, বেস্টসেলার, ইন্ডিটেক্স, নেক্সট, ম্যাঙ্গো এবং আরও অনেক কিছুর মতো প্রিমিয়ার ব্র্যান্ডগুলোর শীর্ষস্থানীয় বিক্রেতাতে পরিণত করেছে।
এসকোয়্যার গ্রুপের অধীনে তাদের সেবাগুলো হলো- মার্চেন্ডাইজিং, ডিজাইন স্টুডিও, ল্যাবরেটরি, সুতা ডাইং, সেলাই, ফেব্রিক্স ডাইং, ফেব্রিক্স ফিনিশিং, ওয়াশিং, কাটিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, সেলাই।
এসকোয়্যার অ্যাপারেল ডিভিশন ১০০ মিলিয়ন ডলারের একটি পোশাক কোম্পানিতে পরিণত হয়েছে, যেখানে ১০০ লোকের কর্মসংস্থান হয়েছে। শীর্ষস্থানীয় ইউরোপীয় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য বছরে ৩০ মিলিয়ন পোশাক উৎপাদন করে প্রতিষ্ঠানটি।