মার্কিন নিষেধাজ্ঞা থাকায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা রুশ পতাকাবাহী একটি জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারেনি।
জাহাজটিকে মোংলা বন্দরে প্রবেশ করতে না দেয়ায় কয়েক দিন ধরে ওই জাহাজটি মোংলা বন্দর চ্যানেলে অবস্থান করছিল।
এমনকি ওই জাহাজটি তার নাম এবং রঙ পরিবর্তন করেছিল মোংলা বন্দরে প্রবেশ করার জন্য। রুশ পতাকাবাহী ওই জাহাজটির নাম এমভি স্পার্ট-৩। বুধবার (৪ জানুয়ারি) জাহাজটি ভারতের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে হলদিয়া বন্দরে ভিড়ে সেখানে মালামাল খালাস করবে বলে জানা গেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানিকৃত মালামাল নিয়ে রুশ পতাকাবাহী ওই জাহাজটি গত ডিসেম্বর মাসের শেষ দিকে মোংলা বন্দরের চ্যানেলে প্রবেশ করে। জাহাজের নাম ও রঙ পরিবর্তন করলেও তা ধরা পড়েছে।
রুশ পতাকাবাহী ওই জাহাজটির উপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে ওই জাহাজটি মোংলা বন্দরে প্রবেশে আপত্তি জানানো হয়। একারণে জাহাজটিকে চ্যানেল থেকে মোংলা বন্দরে প্রবেশ করতে অনুমতি দেয়া হয়নি।
আরও পড়ুন: মোংলা বন্দরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ, উদ্ধার ২১
অন্য একটি সুত্র জানায়, রুশ পতাকাবাহী ওই জাহাজটি ভারতের হলদিয়া বন্দরে ভিড়তে পারে। এর পর সেখানে জাহাজ থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল খালাস করবে। হলদিয়া বন্দর থেকে অন্য জাহাজ যোগে ওই মালামাল বাংলাদেশে আনা হতে পারে।
খুলনার কনভেয়ার শিপিং লাইন্সের অপারেশন কর্মকর্তা সাধন কুমার জানান,রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা মালামাল নিয়ে বিভিন্ন সময় একাধিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। বন্দরে খালাস করার পর ওই মালামাল রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হয়েছে।
কিন্তু রুশ পতাকাবাহী ওই জাহাজটির ওপর নিষেধাজ্ঞা থাকায় জাহাজটি মোংলা বন্দরে প্রবেশ করতে পারেনি বলে তারা শুনেছেন।
মালামাল আমদানিকারক প্রতিষ্ঠান হয়তো দেশের বাইরে অন্য কোন বন্দরে জাহাজটি ভিড়িয়ে ট্রান্সশিপমেন্ট করে মালামাল রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নেবে।
আরও পড়ুন: মেট্রোরেলের মালামাল নিয়ে আরও একটি জাহাজ মোংলা বন্দরে