চাঁদপুর মতলবে সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করা সেই মাকে আর্থিক সহায়তা দিল পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুনাকের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা নিয়ে মতলব উত্তর উপজেলার হানিরপাড়ের সেই অসহায় মা তামান্না বেগমের ভাড়া বাসায় হাজির হন পুনাক সমিতির চাঁদপুর শাখার সভানেত্রী (পুলিশ সুপার মিলন মাহমুদের স্ত্রী) ডা. আফসানা শর্মী।
আরও পড়ুন: গাইবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ
তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশান আরাফাত (সহকারি পুলিশ সুপারের, মতলব সার্কেলের স্ত্রী) ও পুনাক সদস্য সোনিয়া কামাল ( মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান কামালের স্ত্রী)।
পরে ডা. আফসানা শর্মী ফুটফুটে শিশু মো. আবরারকে কোলে নিয়ে কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং শিশুটির মায়ের সঙ্গে আলাপ করেন। তিনি আশ্বাস দেন, শিশুটির জন্য পুনাকের সহায়তা অব্যাহত থাকবে এবং শিশুটির বাবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি লেবার পেইন নিয়ে মতলব উত্তরের শহরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন প্রসূতি তামান্না বেগম (২৪)। সে সময় তার স্বামী বেশ কিছুদিন যাবত নিখোঁজ ছিলেন। পরে সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান জন্ম হয়। এর পরেই হাসাপাতালের ম্যানেজার ও স্টাফরা ৪০ হাজার টাকা বিল পরিশোধের জন্য চাপ দেন। অসহায় অবস্থার এ সুযোগ নিয়ে এক দালাল তাকে শিশুটির সুন্দর লালন পালনের জন্য তাকে বিক্রির প্রলোভন দেখান।
আরও পড়ুন: নবজাতকের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ নার্সের বিরুদ্ধে
পরে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করে বুধবার বাড়ি ফিরেন। কিন্তু বাড়ি ফিরেই কান্নাকাটি ও বুকফাটা আহাজারি করতে থাকেন সন্তানের জন্য। এ ঘটনা জানাজানি হলে ইউএনও গাজী শরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েতউল্লাহ ও পুলিশ টিমের উদ্যোগ বৃহস্পতিবার বিকালে থেকে চেষ্টা চালিয়ে এই বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করে রাতেই মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।