স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের করা মামলায় দ্বিতীয়বারও জামিন মিলেনি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তার জামিনের আবেদন না মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ জানুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় পাঁচলাইশ থানায় বাবুল আক্তারের দায়ের করা মামলায় তাকেই গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন। গত ৩০ ডিসেম্বর বাবুলকে তার করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনটি করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
আদালত সূত্র জানায়, এই মামলায় জামিনের জন্য সোমবার বাবুল আক্তারের পক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
আরও পড়ুন: মিতু হত্যা: এবার নিজের মামলায় গ্রেপ্তার বাবুল আক্তার
স্ত্রী মিতু হত্যায় বাবুল আক্তার নিজের করা মামলা এবং মিতুর বাবা মোশাররফ হোসেনের করা অপর একটি মামলায় বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বাবুল আক্তার।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।
বাবুলের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘ম্যাজিস্ট্রেট কোর্টে বাবুল আক্তারের নিজ মামলায় তার জামিন না মঞ্জুর হওয়ায় আমরা মিস মামলা (২৫৩ নম্বর) করে জজ কোর্টে জামিন চেয়েছি। সেখানেও জামিন না মঞ্জুর হয়েছে। এখন আমরা উচ্চ আদালতে যাব।’
উল্লেখ্য- ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেছিলেন।
ঘটনার প্রায় পাঁচ বছর পর তদন্ত করে বাবুলকেই স্ত্রী হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। গত বছরের ১২ মে মিতুর বাবা মোশারফ হোসেন মেয়ে জামাই বাবুল আক্তারকে আসামি করে মামলা করেন। একই দিন সেই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পিবিআই। এদিকে বাবুলের দায়ের করা মামলার চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই।
আরও পড়ুন: মিতু হত্যা: আদালতে ভোলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
তবে আদালত চূড়ান্ত প্রতিবেদন না নিয়ে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। বাবুল ও মিতুর বাবার করা দুই মামলা এক সঙ্গে তদন্ত করছেন পিবিআই’র পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
স্ত্রী হত্যার আসামি হয়ে ২০২১ সালের ১৩ মে থেকে মিতুর বাবার করা মামলায় স্ত্রী হত্যার আসামি হয়ে আগে থেকে কারাগারে বাবুল আক্তার৷ গত ২৯ মে থেকে বাবুল আক্তার ফেনী কারাগারে রয়েছেন।