বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের দুই শতাধিক নেতা-কর্মী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে।
পরে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। ফলে ওই এলাকার চারদিকে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ
তাদের সাত দফা দাবিগুলো হলো- চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ বা মৃত মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা, ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী স্বচ্ছ তালিকা প্রণয়ন, সিনেমা, সিরিয়াল, নাটকের চরিত্রের মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরার বিরুদ্ধে আইন প্রণয়ন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, বীরসন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুর করিমের পরিকল্পিত হত্যার বিচারসহ সারা দেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা-নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেয়া।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে বিক্ষোভ
তাদের দাবি পূরণে সরকার কোনো পদক্ষেপ না নিলে আগামী ২৩ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারী।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের