যশোরের ঝিকরগাছায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার রাজাপট্টি এলাকায় সিঙ্গার শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহান আহমেদ আকাশ নড়াইলের কালিয়া উপজেলার বি-পাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
এদিন দুপুর ১টার দিকে নিজের ফেসবুক আইডি (বিএম আকাশ) থেকে আকাশ একটি স্ট্যাটাস দেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সেখানে তিনি লিখেছেন-'কী আব্বু বলেছিলাম না এমন কাজ করো না, ছেলেকে হারিয়ে ফেলবে। আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে। তোমরা তোমাদের সম্মান নিয়ে ভালো থেকো। রেগুলার মরে যাওয়ার থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো। তোমার অবাধ্য কখনও হইনি আব্বু। কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখলে আজ আমি বেঁচে থাকতাম। আর হ্যাঁ অনেকের সঙ্গে অনেক অন্যায় করেছি, সবাই আমাকে মাফ করে দিও।
তিনি আরও লিখেন, ‘বাপের ওই জমিনে আমাকে রেখো না ভাইয়া। অনেকটাই ইচ্ছা ছিল বেঁচে থাকার কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না ভাইয়া। আর কেউ বলবে না ও ভাইয়া তোমরা থাকতে ওরা আমাকে হুমকি দেয় কিভাবে। ভালো থাকুক প্রিয় ভালোবাসার মানুষগুলো।‘
এই স্ট্যাটাসের তিনঘণ্টা আগে আকাশ আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন-'আমাকে যেনো ওই পাপের শহরে নেয়া না হয়। কবরটা যেনো এই শহরের গোরস্থানেই দেয়া হয়।’
সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, আকাশ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ইচ্ছাকৃতভাবে বেনাপোলগামী মালবোঝাই একটি ট্রাকে সজোরে মুখোমুখি ধাক্কা দেয় মোটরসাইকেল আরোহী আকাশ। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পণ্যবোঝাই বেনাপোলগামী ট্রাকটি রাইট সাইড দিয়ে নির্দিষ্ট গতিতে চলছিল। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আকাশের মোটরসাইকেলটি রং সাইড দিয়ে এসে ট্রাকের সামনের বা চাকায় ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান তিনি।
নিহত আকাশের সহকর্মী মোস্তফা ফাহিম মাহমুদ বলেন, আকাশ বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির ফকিরহাট কার্যালয়ে মিটার রিডার পদে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের লাশ হস্তান্তর করা হয়নি। লাশ হাসপাতালে রয়েছে।