ভোলার মেঘনা নদীতে বালুবাহী শারমিন নামে একটি বলগেট ডুবে গেছে। এতে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর গাজীপুর চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফতুল্লায় ইটখোলায় আগুন, ঘুমন্ত নারী শ্রমিকের মৃত্যু
নিহত শ্রমিকের নাম মো. হাফেজ (১৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোটখালী গ্রামের মো. নুর আলমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় চার জন শ্রমিক নিয়ে বালুবাহী বলগেটটি হঠাৎ তলা ফেটে ডুবে যায়। তখন ডুবে যাওয়া বলগেট থেকে তিন জন শ্রমিক অন্য বলগেটের সহয়াতের তীরে উঠে আসে। কিন্তু বলগেটের একটি কক্ষে রান্নার কাজে থাকা মো. হাফেজ ভিতরে আটকের পরে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ডুবুরি দিয়ে প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় ডুবে যাওয়া বলগেটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।
ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, বিকালে ডুবে যাওয়া বলগেট থেকে হাফেজের লাশ উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া বলগেটটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে নৌ-থানায় আনা হয়েছে। লাশ পরিবারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন: মোংলা বন্দরে ড্রেজার থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু
পবিপ্রবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৪