মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বুধবার (১ মে) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে একদিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দিন শিমুল জানান, মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট মালিক ও ব্যবসায়ীরা বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪ দিনে ফিরলেন ১৮৮২০ যাত্রী
এ কারণে বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে বলে জানান কামাল উদ্দিন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
আরও পড়ুন: বেনাপোল কাস্টমসে রাজস্ব ফাঁকি রোধে ব্যাপক কড়াকড়ি