রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বলেন, ফরাসি জনগণ আপনার (ম্যাক্রোঁ) নেতৃত্ব, সব অন্তর্ভুক্তিমূলক প্রকল্প ও প্রতিশ্রুতির প্রতি যে আস্থা রেখেছেন আপনার পুনঃনির্বাচন তার প্রমাণ দেয়।
তিনি বলেন, ‘আমি আশা করি, আপনার তত্ত্বাবধানে, ফ্রান্স বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।’
আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে যার মূলে রয়েছে অভিন্ন মূল্যবোধ, গণতন্ত্র, সাম্য ও ভ্রাতৃত্ব।
তিনি বলেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ফরাসি জনগণের নৈতিক ও বৈষয়িক সমর্থনের কথাও আমরা স্মরণ করি। স্বাধীনতার পর থেকে আমাদের সম্পর্ক বছরের পর বছর ধরে বৃদ্ধি পেয়েছে এবং অর্থপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমে সহযোগিতার অনেক ক্ষেত্রে প্রসারিত হয়েছে।’