যশোরের শহরতলীতে এক গৃহবধূকে ‘ধর্ষণের’ অভিযোগে তাপস সাহা(২২) নামে এক যুবককে হাতেনাতে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক তাপস শহরতলীর তরফ নওয়াপাড়ার তপন সাহার ছেলে।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, তাপস তাকে দীর্ঘদিন থেকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। রবিবার রাতে আড়াইটার দিকে স্বামীর অনুপস্থিতিতে সে জোর করে তার ঘরে ঢুকে ‘অস্ত্রের মুখে’ ধর্ষণ করে। তবে এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাপসকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় রবিবার রাতেই যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘থানায় ধর্ষণের মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করার প্রক্রিয়া চলেছে।