যশোরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।
রবিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের আমিন ইটের ভাটার সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেলেও এখনও পাওয়া যায়নি নিহত ভ্যানচালকের পরিচয়।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ বাকপ্রতিবন্ধী
নিহত ফারজানা নাসরিন সুমি(২১) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্রী এবং তার বাড়ি নড়াইলে। অপর নিহত জোহরা খাতুন(৪৫) যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
এছাড়া আহত অবস্থায় যশোর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের ছাত্র মোতাসিন বিল্লাহ(২১)।
নিহত জোহরা খাতুনের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বাকি দু’জনের লাশ যশোর জেনারেল হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।
নিহতের স্বামী আমজাদ হোসেন জানায়, আমরা যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলাম।
পথিমধ্যে যশোর- চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেললাইন পার হয়ে আমিন ইটভাটার সামনে পৌছালে চৌগাছার দিক থেকে আসা যশোরগামী বিএডিসির একটি ট্রাক সামনের দিক থেকে এসে আমাদের ভ্যানটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় আমার স্ত্রী ও ভ্যান চালকসহ তিনজন মারা যায়। আমি ও মোতাসিন বিল্লাহ নামে দুই জন বেঁচে যাই।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর রহমান বলেন, ট্রাকচাপায় তিনজন মারা গেছে শুনেছি। তবে জোহরা নামে একজন নারীর লাশ হাসপাতালে এসেছে। দুইজনের লাশ এখনও আসেনি। একই ঘটনায় আমজাদ হোসেন ও মোতাসিম বিল্লাহ নামে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ভর্তি দুইজন শঙ্কামুক্ত বলা যায়।
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে শুনেছি। ঘটনাস্থে পুলিশ আছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ায় হামলায় নিহত ১০, কুর্দি বাহিনীর হাতে ৫২ জঙ্গি গ্রেপ্তার