বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান (বিএএফ) এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান রবিবার সাত দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার বিকালে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল এয়ার ফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টনের আমন্ত্রণে তিনি দেশ ত্যাগ করেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান সি-১৩০ হারকিউলিস বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও মেরামত সংস্থা 'মার্শাল অ্যারোস্পেস ফ্যাসিলিটি' পরিদর্শন করবেন। পরবর্তীতে তিনি লন্ডনে রয়্যাল এয়ার ফোর্স আয়োজিত 'গ্লোবাল এয়ার চিফস কনফারেন্স-২০২২'-এ যোগ দেবেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।
সম্মেলনে অপারেশনাল ইন্টিগ্রেশন, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, ডিজিটাল স্কিল ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ সেমিনার থাকবে।
বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানেরা এই সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে ফেয়ারফোর্ডে আয়োজিত বিশ্বের বৃহত্তম এয়ার শো 'রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু- ২০২২'-এ অংশ নেবেন।
অবশেষে বিমান বাহিনী প্রধান লন্ডনের ফার্নবোরোতে 'ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো-২০২২'-এ যোগ দেবেন।
আগামী ২০ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।