রমনা বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিল আদালতের দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বিশেষ বেঞ্চ গতকাল কার্যতালিকা থেকে আউট অফ লিস্ট করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আর আসামির পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান বলেন, ‘এই বিষয়টি বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বেঞ্চে আংশিক শুনানি হয়েছিল। কিন্তু বর্তমানে এই বেঞ্চ আর নেই। বেঞ্চটি পুনর্গঠন করা হয়েছে। বিচারপতি কৃষ্ণা দেবনাথের সাথে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলকে দেয়া হয়েছে। এ কারণে আংশিক শুনানি গ্রহণকারী দুই বিচারপতি বসে মামলাটি আউট অব লিস্ট করেন। এখন এটি শুনানির প্রধান বিচারপতি একটা বেঞ্চ ঠিক করে দেবেন।
আরও পড়ুন: ই-কমার্স: গেটওয়েতে আটকা গ্রাহকদের টাকা ফেরত দিতে হাইকোর্টের রুল
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। ন্যাক্কারজনক ওই হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। ওই ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেন। সে রায়ে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় ইতিমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এদিকে বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট আসে। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও আপিল করেন। বর্তমানে এসব ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায়।