রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দলচ্যুত হওয়া বন্য হাতির আক্রামণের আতঙ্কে ভুগছেন কয়েকটি গ্রামের মানুষ। বন্য হাতিটি কখন কোথায় আক্রমণ করে এই নিয়ে চিন্তিত হয়ে গত দুদিন নির্ঘুম রাত কাটাতে হচ্ছে গ্রামের মানুষগুলোকে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার খাগড়াছড়ির মহালছড়ি এলাকায় দেখা গেছে প্রাপ্ত বয়স্ক এই হাতিটিকে। খাদ্যের সন্ধ্যানে ঘুরতে ঘুরতে পরদিন সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ফিরিংগি পাড়ায় দিনভর অবস্থান করে বিকালে উপজেলার মহাজন পাড়া থেকে বর্তমানে ছয়কুড়ি বিলের কাছাকাছি আছে বলে জানিয়েছেন তারা।
ফিরিংগি পাড়া স্থানীয় গ্রামবাসী জীবন রতন চাকমা জানায়, হাতিটি এলাকার ধান, আখের খেত, কলা গাছ, নারিকেল গাছ, আম বাগানসহ বিভিন্ন বাগানে ক্ষতি করেছে। এলাকায় একটি পাহাড়ে পানির ঝিরি ছিল সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করে বন্য হাতিটি।
নানিয়ারচর বন বিভাগ কর্মকর্তা আজিজুল হক বলেন, আমরা জানতে পেরেছি একটি হাতি দলচ্যুত হয়ে নানিয়ারচরের ছয়কুড়ি নামক এলাকার কোথাও আছে। তবে কোথা থেকে এই বন্য হাতিটি এসেছে তা আমাদের জানা নেই। হাতিটির তার পালে পৌঁছে দেবার মত পদক্ষেপ আমাদের হাতে নেই। তবে হাতিটি যাতে গ্রামে ঢুকে মানুষের ক্ষতি করতে না পারে তার জন্য গ্রামের মানুষদের পরামর্শ প্রদান করা হয়েছে।
গ্রামবাসীকে ক্ষতির পরিমাণ রোধে গ্রামবাসীকে হাতি তারানোর জন্য ঢাক ঢোল বাজিয়ে স্থান ত্যাগ করানোর জন্য পরামর্শ প্রদান করেছেন।
এদিকে, সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।
হাতির সর্বশেষ অবস্থান সম্পর্কে গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকালে হাতিটি উপজেলার বগাছড়ি হতে কালো পাহাড়ের দিকে রওনা করে।