রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিনা এলাকায় একটি বিলুপ্তপ্রায় অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উপজেলার বিজিবি ছোটহরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা রবিবার ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঁচ ফুট লম্বা সাপটি উদ্ধার করে। সোমবার প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে জেলার স্থানীয় বরকল বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান জানান, উদ্ধারের পর এই বিপন্ন প্রাণীটিকে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রয়োজনীয় খাদ্য ও সেবা দেয়ার মাধ্যমে নিরাপদে সংরক্ষণ করা হয়। পরে সোমবার এটিকে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বরকল বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে সবজি খেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
অজগরটিকে উদ্ধার করায় বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা। উল্লেখ্য, উদ্ধার হওয়া অজগর সাপকে কাপ্তাই অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।
ঐতিহ্যগতভাবে, বিজিবি সবসময় প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যথাযথ পরিচর্যা ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সীমান্ত এলাকায় উদ্ধারকৃত বন্যপ্রাণী সংরক্ষণ ও অবমুক্ত করার অনন্য নজির রয়েছে বিজিবির।