রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।
অন্যদিকে রাঙ্গামাটির মানিকছড়ি শালবাগান এলাকায় তীর্থ যাত্রীদের গাড়ি উল্টে ১৯ জন আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে পর্যটকবাহী একটি বাস চন্দ্রঘোনা থেকে যাওয়ার পথে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পাশে মোড় ঘুরতে গিয়ে বান্দরবন থেকে রাঙ্গামাটি গামী সিএনজি অটোরিশকাকে ধাক্কা দেয়। এতে ওই নারী নিহত হন।
নিহত ওই নারী বান্দরবান বালাঘাটা এলাকার প্রয়াত মংক্য মারমার স্ত্রী বলে জানা গেছে। বাঙ্গালহালিয়া পুলিশ সদস্যরা গুরুতর আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সংঘর্ষ-ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
অন্যদিকে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙ্গামাটি রাজবন বিহারে আসার সময় তীর্থ যাত্রীদের নিয়ে আসা গাড়িটি মানিকছড়ি শালবাগান এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়িতে থাকা তীর্থ যাত্রীরা জানায়, সকালে রাঙ্গামাটি রাজ বন বিহারে একটি সংঘদান অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আসার সময় শালবাগান এলাকায় আসলে বাসটি হঠাৎ উল্টে যায়। এ সময় আমাদের গাড়িতে থাকা সকল যাত্রীরা আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠায়।
রাঙ্গামাটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জরুরি বিভাগে আহত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর কয়েকজন গুরুতর আহতকে রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি