রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তিব্বত সাবান ফ্যাক্টরির কেমিকেলের গোডাউনে কেমিকেল ড্রামসহ নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শফিকুল ইসলাম (৩৫) নরসিংদীর রায়পুরা থানার কাচারিকান্দি গ্রামের মো. রবিউল্লার ছেলে। চাকরির কারণে পূর্ব নাখালপাড়ার একটি মেসে থাকতেন এবং দুই ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন তিনি। নিহতের সহকর্মী রাশেদুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সারি করে কেমিকেল ড্রাম রাখার সময় ওপর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। পরে তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, একটি ড্রামের ওজন দু’শ কেজি। সেখানে বেশ কয়েক জন শ্রমিক কাজ করছিল। প্রতিদিনই এসব ড্রাম আসে। পরে তা গাড়ি থেকে নামিয়ে সারি করে একটির ওপর আরেকটি গোডাউনে রাখতে হয়।
আরও পড়ুন: ২ হত্যা মামলার প্রধান আসামি যুক্তরাজ্য প্রবাসী ঢাকায় গ্রেপ্তার