রাজধানী থেকে জাতীয় পার্টির (জাপা) অর্থ-সম্পাদক আব্দুস সালাম বাহাদুরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুস সালাম বাহাদুর (৫২) পেশায় একজন ঠিকাদার এবং তিনি ধানমন্ডি ২৭ নম্বর রোডে থাকতেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কিছু দুর্বৃত্ত তাকে লাল রঙের একটি প্রাইভেটকার থেকে ছুঁড়ে ফেলে দেয়।
তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে: এবিএম রুহুল আমিন