র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা মোবাইল ব্যাংকিং জালিয়াত চক্রের এক সদস্যকে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মো. সোহেল আহম্মেদ (৩৬) বরিশালের মৃত এমএ খালেকের ছেলে।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান শুক্রবার জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৩ এর একটি দল রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১ এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মাল্টি সিম গেটওয়ে ডিভাইস, একটি সিগন্যাল বুস্টার, তিনটি মডেম ও বিপুল পরিমাণ সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, সোহেল ও তার সহযোগীরা ২০১৭ সাল থেকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে অনেক মোবাইল ব্যাংকিং ব্যবস্থার গ্রাহকের সিম ক্লোনের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। এ জন্য সোহেল এজেন্টদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর এবং বিভিন্ন ফন্দি করে পিন নম্বর হাতিয়ে নিতেন।