রাজধানীর মুগদা ও গেন্ডারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।
মো. মাহিন আহমেদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসুম আহমেদের ছেলে এবং সরকারি আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। মাহিন মুগদা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
নিহতের বড় ভাই মাহফুজ আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাতে মাহিন এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে মুগদা সড়কে হাঁটার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
অপরদিকে, রাজধানীর গোন্ডারিয়া থানার পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্ট ঘন্টি ঘর এলাকায় রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। তৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাবিপ্রবি শিক্ষকের ৭ মাসের শিশু ও স্ত্রীর