রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আনসার আল ইসলাম সাংগঠনিক সেটআপের ঢাকা অঞ্চলের দাওয়াতি ইউনিটের ইনচার্জ মেজবাহ আবু মাসরুরও রয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা, বনানী, বনশ্রী ও যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাব-১ ও ডিজিএফআইয়ের একটি দল তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, চরমপন্থা সমর্থনকারী লিফলেট এবং সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত ডায়েরি ও নোটবুক উদ্ধার করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।