রাজশাহীর মোহনপুরের একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্যকে (৪৭) দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই নারী মোহনপুর থানায় অভিযুক্ত মজিবর রহমানসহ পাঁচজনকে আসামি করে ধর্ষণের একটি মামলা করেছেন।
অভিযুক্ত মজিবর রহমান একই ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
মামলার এজাহারে বলা হয়, তারা বিয়ে করবেন বলে গত বুধবার ওই নারীকে স্থানীয় একটি বাড়িতে নিয়ে দুই দিন ধরে ধর্ষণ করে। শুক্রবার ভোরে ওই নারীকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত ইউপি সদস্য। সকালে অভিযুক্ত মজিবরের অন্য স্বজনেরা এসে ওই নারীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ওই নারী জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন দিলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিয়ের আশ্বাসে ধর্ষণ, থানায় মামলা
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, তাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল বলে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইউপি সদস্যকে ধর্ষণ মামলায় আসামি করা হয়। এ ছাড়া মারধর করায় পাঁচজনের বিরুদ্ধে অন্য ধারায় মামলা দেয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।