রাজশাহী, ০৫ মে (ইউএনবি)- রাজশাহী সীমান্তে শনিবার দিবাগত রাতে চোরাকারবারীদের ধাওয়া করে বিদেশি অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
রাজশাহী বিজিবি-১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে তার নেতৃত্বে একটি বিশেষ টহলদল রাজশাহী সীমান্ত পিলার ৬৮/৬-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বাথানবাড়ী এলাকায় এ্যাম্বুস পেতে থাকে। এ সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে মৌখিক বাধা দেয়। কিন্তু অস্ত্রপাচারকারীরা বিজিবির উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। পরে টহলদল পাচারকারীদের আটকের করার চেষ্টা করলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনাস্থল হতে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।