বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য ছাত্রলীগের একটি প্রতিনিধি দলকে আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দুপর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান আন্দোলনরত ছাত্রলীগ নেতা-কর্মীদের এ আহ্বান জানান।
আরও পড়ুন: অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে না রাবি
তিনি বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর বলেন, ‘আমরা তাদের আলোচনার জন্য ডেকেছি। এখানে নিয়োগ চালুর কোনো বিষয় নেই।’
এর আগে সোমবার রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনের মূল ফটকে তালা দিয়ে সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা। পরে সকাল ৯টার দিকে উপাচার্যের বাসভবনের তালা খুলে দিলেও বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবনে আবার তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।
আরও পড়ুন: অফিসিয়াল ফেসবুক পেজ খুলল রাবি
রাবি ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর কারাদণ্ড
জানা যায়, সোমবার দুপুরে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার দপ্তরের এড-হকে জালাল নামের একজন প্রতিবন্ধীর চাকরি নিশ্চিত হলে সন্ধ্যার দিকে অন্য চাকরি প্রত্যাশীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন।
গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিব চিঠি দিয়ে রাবিতে সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে উপাচার্যকে নির্দেশনা দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের সাথে ছাত্রলীগ নেতাদের আলোচনা চলছে বলে জানা গেছে।