রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষ স্নাতক ভর্তি প্রক্রিয়া ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ২১ ডিসেম্বর থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে এবং ১ ডিসেম্বর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ
ডেপুটি রেজিস্ট্রার এএইচএম আসলাম বলেন, সম্প্রতি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখন বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়ে তারা নিয়মিত ভর্তি বাতিল করছে।
তিনি বলেন, আমাদের কাছে প্রচুর শূন্যপদ রয়েছে তাই ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষ করে ২১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।