সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর ফলে আপিল বিভাগের বিচারাধীন মামলা নিষ্পত্তির কাজ দ্রুত হবে।
বিচার বিভাগের ভাবমূর্তি ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, করোনা মহামারির মতো সংকটের সময়েও জনগণ যাতে ন্যায়বিচার পায় সেজন্য বিচার বিভাগের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোরও আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
বৈঠকে রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আদালতে মানুষের দুর্দশার সুযোগ নেয়া বরদাশত করা হবে না: প্রধান বিচারপতি