ফেনীতে রাসায়নিক রঙ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা বাজারজাত করার অপরাধে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ চারজনকে আটক করেছে র্যাব-৭।
বুধবার দুপুরে ফেনী র্যাব-৭ কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৩৩ জেলে আটক
আটক ব্যক্তিরা হলেন-ফেনীর সহদেবপুর এলাকার টুটুল সাহা (৫৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার হরিপুর গ্রামের জোসনা আক্তার (৪৮), লক্ষীপুর জেলার চরভুতা গ্রামের রহিমা বেগম (৪০) এবং ফেনীর সোনাগাজী উপজেলার মুসাপুর গ্রামের বিউটি খাতুন (৩৮)।
র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি ফেনী শহরের মেসার্স তন্ময় ট্রেডার্স এবং জহির উদ্দিন ভূঁইয়ার মশলার মিলে রমজান উপলক্ষে ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৭, চট্টগ্রাম অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এসময় মশলা মিল ঘরের ভিতর তল্লাশি চালিয়ে আটটি প্লাস্টিকের বস্তায় মোট ৪৪০ কেজি রাসায়নিক রঙ মিশ্রিত হলুদ-মরিচের গুড়া ও সাতটি প্লাস্টিকের বস্তায় ১২০ কেজি রঙ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে হলুদ, মরিচের গুঁড়ার সঙ্গে, রঙ ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণ করে ভেজাল মশলা তৈরি করে। ওই ভেজাল মশলা ফেনীর বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্নস্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এছাড়া আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্বর্ণসহ ২ 'পাচারকারী' আটক