র্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) সুজয় সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে রাজধানীর নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তারিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে গ্রেপ্তার করা হয়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে,’ বলেও জানান র্যাব কর্মকর্তা সুজয়।
এর আগে, কোভিড-১৯ পরীক্ষার জাল সার্টিফিকেট প্রদান এবং রোগীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে সোমবার হাসপাতালের উত্তরা এবং মিরপুর শাখায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে র্যাব।
এছাড়া, উত্তরায় রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এবং হাসপাতাল সিলগালা করে দেয়াসহ জাল সার্টিফিকেট প্রদানে জড়িত থাকার অভিযোগে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে র্যাব।
বুধবার ঢাকার একটি আদালত আটজনকে গ্রেপ্তারের সাতজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি একজন ১৮ বছরের কম বয়স হওয়ায় টঙ্গী সংশোধনাগার কেন্দ্রে প্রেরণ করা হয়।