কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় ক্যাম্পের এক ব্লক মাঝি (কমিউনিটি লিডার) নিহত হয়েছেন। এসময় আহত হয় ক্যাম্পের হেড মাঝি।শনিবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ১৯ নম্বর ক্যাম্পে ১৮/এ ব্লকে এই ঘটনা ঘটে।
উখিয়া ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ শনিবার রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ডিজিটাইজেসন বা পদ্ধতিগত রূপান্তরের ফলে ‘লাল ফিতার দৌরাত্ম্য’ দূর হচ্ছে: মোস্তাফা জব্বার
তিনি জানান, উখিয়া বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লক এ তে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুসের ওপর হামলা চালায়। এসময় মাঝিরা স্হানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেছিল। দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্হানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত হেড মাঝি আনোয়ারকে জেলা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।
এএসপি ফারুক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: নেত্রকোণায় কলপাড় থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক