এ কৌশলের বাস্তবায়ন খুব শিগগিরই দৃশ্যমান হবে বলেও জানান তিনি।
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি অব স্টেট এবং নারী ও সমতাবিষয়ক মন্ত্রী পেনি মরডান্টের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এ সাক্ষাতে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং তা সমাধানে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সোমবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করা পেনি মরডান্ট রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায় ও নিরাপদে।
বাংলাদেশ সফরের আগে পেনি মরডান্ট মিয়ানমার যান।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি রোহিঙ্গা নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং অনেক রোহিঙ্গা এখন যে ভয়ানক অবস্থার সম্মুখীন সে সম্পর্কে শোনেন।
‘যারা সহিংসতায় পড়েননি তারাও কঠিন পরিস্থিতিতে জীবন ধারণ করছেন,’ বলেন তিনি।