কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির এলাকায় বৃহস্পতিবার প্রথমবারের মতো দুজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
সরকারের বরাত দিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছেন।
ইউএনএইচসিআরের কক্সবাজার কার্যালয়ের মুখপাত্র লুইস ডনোভান ইউএনবিকে জানান, আক্রান্তদের একজন উদ্বাস্তু জনগোষ্ঠীর এবং আরেকজন পাশের স্থানীয় বাসিন্দা।
উখিয়ায় কাজ করা মানবিক সংস্থাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে তাদের নমুনা সংগ্রহ এবং পরে তা কক্সবাজারে আইইডিসিআরের ফিল্ড ল্যাবে পরীক্ষা করা হয় বলে জানান লুইস ডনোভান।
ল্যাব থেকে দুজনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করার পর র্যাপিড ইনভেস্টিগেশন টিম ঘটনা দুটির তদন্ত শুরু করেছে। সেই সাথে রোগীদের আইসোলেশন ও চিকিৎসা শুরু হয়েছে।
গত এপ্রিল মাসের শুরুতে কক্সবাজার জেলায় করোনা পরীক্ষা শুরু হয়। সেখানে ১৪ মে পর্যন্ত ১০৮ উদ্বাস্তুকে পরীক্ষা করা হয়েছে।