পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম স্টকহোমে সুইডিশ পার্লামেন্ট রিক্সডাগের পররাষ্ট্র বিষয়ক ক্রস-পার্টি সংসদীয় কমিটির সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয়, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
১৬ জুন উভয় পক্ষ বাংলাদেশকে সুইডিশ উন্নয়ন সহযোগিতায় সমর্থন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং শ্রম খাতে বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনার বিষয়েও মতবিনিময় করেছে।
আরও পড়ুন: স্বাধীন নীতি অনুসরণে বাংলাদেশের সার্বভৌম অধিকারকে সকলের সম্মান করতে হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইটি ও ফিনটেক(আর্থিক লেন-দেন প্রযুক্তি) খাতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা এবং সবুজায়ন, বাংলাদেশ-ইইউর ৫০ বছরের অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে যুদ্ধ এবং ইন্দো-প্যাসিফিক বিষয়েও আলোচনা করেন।
প্রতিমন্ত্রী সুইডিশ সংসদীয় কমিটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশেষ করে গত ১৪ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তার ‘রূপকল্প ২০৪১’ সম্পর্কে অবহিত করেন।
আরও পড়ুন: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় ঢাকা
কমিটির চেয়ারম্যান অ্যারন এমিলসন (সুইডেন ডেমোক্র্যাট), ডেপুটি চেয়ারম্যান মরগান জোহানসন (সুইডিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি), এবং সদস্য মার্গারেটা সেডারফেল্ট (মডারেট পার্টি), জ্যাকব রিসবার্গ (গ্রিন পার্টি) এবং ম্যাগনাস বার্নটসন (খ্রিস্টান ডেমোক্র্যাট) রিক্সড্যাগের পররাষ্ট্র বিষয়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) কাজী রাসেল পারভেজ।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন, সবুজ রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী সুইডেন