লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয় এবং আয়হীন মানুষের জন্য তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আহসানুল করিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের চলমান সংক্রমণ এড়াতে আরোপ করা লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় এই অর্থ প্রদান করা হবে।
আরও পড়ুনঃ অক্সিজেন ও করোনা রোগীদের শয্যা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ
পুরো অর্থের ৪৫০ কোটি দেওয়া হবে ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, দুই লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এক হাজার ৬০৩ জন জাহাজ শ্রমিককে। এছাড়া ১৭ লাখ ২৪ হাজার ৭৪০ জনকে দুই হাজার ৫০০ টাকা করে দেয়া হবে।
গ্রাম পর্যায়ের নিম্ন আয়ের মানুষের সহায়তার জন্য ৮১৩ টি কেন্দ্রে ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসুচি পালন করবে সরকার।
আরও পড়ুনঃ প্রণোদনা পেলেন খুলনার ৩ হাজার ৬০০ কৃষক
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ হাজার মেট্রিক টন চাল এবং ১৪ হাজার মেট্রিক টন ময়দা বরাদ্দ দেয়া হয়েছে।
৩৩৩ কল সেন্টারের মাধ্যমে দরিদ্র জনগণকে খাদ্য সহায়তা দিতে ডেপুটি কমিশনারের আওতায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মৌসুম শেষ হলেও প্রণোদনা পায়নি ফরিদপুরে পাট চাষিরা
এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পিকেএসএফ এর মাধ্যমে গ্রামীন এলাকায় কর্মসংস্থানমূলক কার্যক্রম পরিচালনার জন্যে সরকার এক লাখ ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ৪ শতাংশ সুদে এই অর্থ প্রদান করা হবে।
পর্যটন খাতের হোটেল, মোটেল এবং থিম পার্কের কর্মীদের বেতন, ভাতা দেয়ার জন্য ব্যাংকের মাধ্যমে ৪ শতাংশ সুদে ঋণ সুবিধার জন্য এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।