লক্ষ্মীপুরে গৃহ পরিচারিকা হিসেবে চাকরির প্রলোভনে এনে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়ার পর এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে রায়পুর পৌর শহরের ১নং ওয়ার্ডের এক বাসা থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালে পাঠিয়েছে।
ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার চর আবাবিল এলাকার অসহায় এক পরিবারের মেয়ে ভুক্তভোগী কিশোরী। সে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ সুযোগে স্থানীয় বখাটে যুবক জাহাঙ্গীর আলম তাকে চাকরির দেয়ার কথা বলে গত রবিবার রায়পুর পৌর শহরের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী (মুদি দোকানদার) দুলালের বাসায় নিয়ে আসে। এসময় জাহাঙ্গীর ওই কিশোরীকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে চলে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাতে ওই কিশোরীকে দুলাল ও তার স্ত্রী ফাতেমা বেগমের সহায়তায় সারারাত চার থেকে পাঁচজন যুবক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগী ও তার স্বজনদের। পরে পুলিশ গোপন সংবাদ পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় দুলাল ও তার স্ত্রীকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পিবিআই পুলিশ সুপার মোকতার