লক্ষ্মীপুরের রামগতিতে ১৬টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি জানিয়েছেন।
এর আগে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে বিকাল ৩টায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে কোস্টেগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন রামগতি মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
পরে জব্দকৃত জালগুলো রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো.মাসুক উদ্দিনের উপস্থিতিতে পোড়ানো হয়।